দক্ষিণা বিশুদ্ধি

  • যে শীলবান ব্যক্তি ধর্ম্মদ্বারা লদ্ধবস্তু উদার কর্ম্মফল শ্রদ্ধা করিয়া সুপ্রসন্নচিত্তে দু:শীলকে দান করে সে দক্ষিণা দায়কদ্বারা বিশুদ্ধ হয়।
  • যে দু:শীল অধর্ম্মদ্বারা লদ্ধ দ্রব্য উদার কর্ম্মফল শ্রদ্ধা না করিয়া অপ্রসন্ন চিত্তে শীলবানকে দান করে সে দক্ষিণা প্রতি গ্রাহক হতে বিশুদ্ধ হয়।
  • যে দু:শীল অধর্ম্ম দ্বারা লদ্ধ দ্রব্য উদার কর্ম্মফল শ্রদ্ধা না করিয়া অপ্রসন্নচিত্তে দু:শীলকে দান করে আমি বলি সে দান বিপুল প্রদান করে না।(কারণ তাহা অবিশুদ্ধ)
  • যে শীলবান ব্যক্তি ধর্ম্মদ্বারা লদ্ধবস্তু উদার কর্ম্মফল শ্রদ্ধা করিয়া সুপ্রসন্নচিত্তে শীলবানকে দান দিয়া থাকে,আমি বলি সে দান িনশ্চয়ই বিপুলফল প্রদান করিয়া থাকে (কারণ তাহা দায়ক ও প্রতিগ্ গ্রাহক উভয় দ্বারা বিশুদ্ধ হয়)।
  • যে শীলবান ব্যক্তি ধর্ম্মদ্বারা লদ্ধবস্তু উদার কর্ম্মফল শ্রদ্ধা করিয়া সুপ্রসন্নচিত্তে দু:শীলকে দান করে সে দক্ষিণা দায়কদ্বারা বিশুদ্ধ হয়। 

        সূত্র : রত্নমালা, পৃ.৩২৭-৩২৯

২টি মন্তব্য: