বুদ্ধ বাণী

  • "চারি আর্যসত্যর সাথে সম্পূর্ণ পরিচয় না হইলে প্রকৃত শান্তি দর্শন করা যায় না।"........বনভন্তে
  • "লোভী, মাৎসর্য পরায়ন ও শঠ ব্যক্তি কেবল মিষ্টিবাক্য ও দেহ সৌন্দর্য দ্বারা সাধু হতে পারে না। যাঁর এই তিন দোষ সমূলে উৎপাটিত হয়েছে সেই নিষ্কুলুষ পন্ডিত ব্যক্তিই সাধু বলে কথিত হন।"......ধম্মপদ
  • "লোভ, হিংসা ও অজ্ঞানতা বৃদ্ধি হওয়াতে আজকের দিনে মানুষ স্বর্গ, নরক আছে বলিয়া বিশ্বাস করিতে পারিতেছে না।"  ......বনভন্তে
  • "অবিদ্যা, তৃঞ্চা, উপাদান- এই তিনটি ক্লেশবৃত্তি দ্বারাই ক্লেশ চেতনা ও পাপ চেতনা উৎপন্ন হয়।".......বনভন্তে 
  • "যে লোভ করে না সে দান করতে পারে, যে হিংসা করে না সে শীল পালন করতে পারে, যে মোহ করে না সে ভাবনা করতে পারে।" .........বনভন্তে
  • "যিনি কায়গতানুস্মৃতি পরিভোগ করেন তিনি অমৃত পরিভোগ করেন, যিনি কায়গতানুস্মৃতি পরিভোগ করেন না তিনি অমৃত পরিভোগ করেন না"...........গৌতম বুদ্ধ


  • " যে পরকে দু:খ দিয়া নিজের সুখ ইচ্ছা করে সেই বৈরবিজড়িত ব্যক্তি বৈর হইতে মুক্তি পায় না।"................ ধম্মপদ

  • "মূল উৎপাটিত না হইলে ও দৃঢ় থাকিলে ছিন্ন বৃক্ষ যেমন পুনরায় বৃদ্ধি পায়, সেইরূপ তৃঞ্চামূল বিনষ্ট না হইলে দু:খও পুন:পুন: উৎপন্ন হয়।"............... ধম্মপদ
  • "স্মৃতি বিদর্শন দ্বারাই যাবতীয় অবিদ্যা, তৃঞ্চা, ক্লেশ দূর করা যায়।" ......... বনভন্তে
  • "দান শীল ভাবনাদি যে কোন সৎকর্মে বাঁধা জন্মিয়ো না। উহাতে উপহাস ও নিন্দা করিও না। উহা বড় পাপ। বরং উহাকে প্রশংসার সহিত সাধুবাদ দিয়া অনুমোদন ও সহায়তা করিয় পূণ্যের ভাগী হও।"........বনভন্তে